
প্রকাশিত: Tue, Jan 17, 2023 1:36 PM আপডেট: Sat, May 10, 2025 7:45 PM
ইংরেজি চ-ধ্বনি উচ্চারণ করবেন কীভাবে?
মাসুদ রানা
ইংরেজিতে চ বর্ণটি যে-ধ্বনিকে প্রতীকায়িত করে, সেটি ভয়েসলেস বাইলেইবিয়্যাল প্লৌসিভ এ্যাস্পারেইটিড (াড়রপবষবংং নরষধনরধষ ঢ়ষড়ংরাব ধংঢ়রৎধঃবফ)। অর্থাৎ, এর অন্ততঃ চারটি বৈশিষ্ট্য রয়েছে, যা নিম্নরূপ : (১) চ-ধ্বনির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এটি ভয়েসলেস (াড়রপবষবংং)। অর্থাৎ, চ-ধ্বনি উচ্চারণ-কালে ফুসফুস থেকে বাতাস কণ্ঠ কাঁপিয়ে আসবে না। কণ্ঠ নিষ্কম্প থাকবে। (২) চ-ধ্বনির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এটি বাইলেইবিয়্যাল (নরষধনরধষ)। অর্থাৎ, চ-ধ্বনি উচ্চারিত হবে দু’ঠোঁট একত্রে ব্যবহার করে।
(৩) চ-ধ্বনির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে, এটি প্লৌসিভ বা স্টপ (ঢ়ষড়ংরাব ড়ৎ ংঃড়ঢ়)। অর্থাৎ, ফুসফুস থেকে প্রবাহিত বাতাস মুখে এসে দুঠোঁটের আবদ্ধতায় আটকে থাকবে। (৪) চ-ধ্বনির চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে, এটি এ্যাস্পারেইটিড (ধংঢ়রৎধঃবফ)। অর্থাৎ, মুখের ফুসফুস থেকে আসা বাতাস বন্ধ ঠোঁটের বাধাগ্রস্ত হয়ে মুখের ভেতরে জমে, দমকা হাওয়ায় জানালা খোলার মতো ঠোঁটের কপাট খুলে চ-ধ্বনি উচ্চারিত হবে। এ-সময়ে মুখের সামনে হাতের তালু রাখলে সেখানে বাতাসের ধাক্কা বুঝা যাবে। বাংলাভাষীদের জন্যে চ ধ্বনি উচ্চারণ করা বেশ সহজ। বাংলা প-ধ্বনিকে হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ার মতো ধাক্কা দিয়ে উচ্চারণ করলেই চ-ধ্বনি হয়ে যাবে।
তবে, সতর্ক থাকতে হবে এর বাইল্যাবিয়্যাল বৈশিষ্ট্যের ব্যাপারে। কারণ, প-দিয়ে পানি লিখিত হলেও, বাংলাদেশের অঞ্চল- ভেদে নিম্নলিখিত উচ্চারণগত পার্থক্য লক্ষ করা যায় (১) ঢাকায় ডধঃবৎ হচ্ছে ‘পানি’। (২) সিলেটে ডধঃবৎ হচ্ছে ফানি’। (৩) নোয়াখালীতে ডধঃবৎ হচ্ছে হানি’। অর্থাৎ, প-উচ্চারণে ঢাকায় ঠোঁট দুটো সম্পূর্ণ বন্ধ থাকে; সিলেটে ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়ে যায়; নোয়াখালীতে ঠোঁট দুটো পরস্পর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মুখ হা হয়ে যায়। ১৬/০১/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
